রংপুর নগরীর পুষ্টি মিষ্টির কারখানা ও খালেক হোটেলে জরিমানা

রংপুর অফিস :


রোববার রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গুপ্তপাড়া  এলাকায় পুষ্টি কারখানায়  অভিযান পরিচালনা করে। রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. গোলাম কিবরিয়া এতে নেতৃত্ব দেন। অভিযানকানে অপরিস্কার ,নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষন এর দায়ে  ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ আইনে ১০,০০০/- টাকা(দশ হাজার টাকা) জরিমান করা হয়।  এছাড়া শহরের সেন্ট্রাল রোডের পায়রা চত্বরে  খালেক হোটেলে  অপরিস্কার অপরিছন্ন,নোংরা পরিবেশ ও মিষ্টি বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ আইনে ৫,০০০/- টাকা(পাঁচ হাজার টাকা)  ও  লাইসেন্স না থাকায় সিটি কর্পোরেশন ২০০৯ আইনে ৩,০০০/-(তিন হাজার) জরিমান করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. গোলাম কিবরিয়া জানান জনস্বার্থ ও জনস্বাস্থ্য নিশ্চিত করণে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

পুরোনো সংবাদ

রংপুর 6981209340733008800

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item