নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র শামসুল হক সাময়িক বরখাস্ত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ০১ সেপ্টেম্বর॥
নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়াডের কাউন্সিল এবং প্যানেল মেয়র -১ সামসুল হক সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ কর্তৃক জারিকৃত এক আদেশে  শামসুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আজ বৃহস্পতিবার নীলফামারী পৌরসভার প্রশাসক শাখা ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানায়- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগষ্ট ২০১৬ইং স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যাহার স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.১৬-৯৭৮) জানা এ আদেশ দিয়েছেন।
সুত্রমতে, প্যানেল মেয়র সামসুল হকের বিরুদ্ধে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা রয়েছে। যাহার মামলা নং-১২২/০৫।
তারই আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১) মোতাবেক সামসুল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।
প্রসঙ্গতঃ স্থানীয় সরকার (পৌরসভা) আইনে মেয়র অথবা কাউন্সিলরদের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগ পত্র থাকলে ও বিজ্ঞ আদালতে গৃহীত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করার বিধানও রয়েছে এ আইনে।

পুরোনো সংবাদ

নীলফামারী 765396911046854847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item