রংপুরের তারাগঞ্জে ১ ঘণ্টায় আড়াই লাখ বৃক্ষরোপণের নতুন রেকর্ড

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলাকে সবুজ করতে আড়াই লাখ ফুল, ফল ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার সড়ক-মহাসড়কে এক ঘণ্টার ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সকালে সূর্য ওঠার সাথে সাথে কোঁদাল-কাস্তে, বাঁশের খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম হাতে তারাগঞ্জের সড়ক-মহাসড়কে নেমে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অনুধাবন করেই স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছিলেন সবাই।
শিশু কিশোর তরুণ-তরুণী আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে যেন ছিল পরিবেশ রক্ষার সুর। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে একযোগে মাইলের পর মাইল সারিবদ্ধ থেকে সড়ক মহাসড়কের দু’ধারে হাতে গাছ নিয়ে ঘড়ির কাটা সকাল ৭টা বাজতেই সবাই গাছ লাগানো শুরু করে।এরআগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলদ গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ জনপ্রতিনিধিরা। কর্মসুচিতে অংশ নিতে বাদ্যযন্ত্র, জনসচেতনতা শ্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ ছড়িয়ে পড়ে সড়ক মহাসড়কের বিভিন্ন রাস্তায়।উপজেলা প্রশাসনের ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় সকাল ৭টায় শুরু হয়ে চলে ৮টা পর্যন্ত । এ বৃক্ষরোপণ উৎসবে প্রায় ৩০ হাজার মানুষ ১৫৩টি রাস্তার পাশে ১৪ প্রজাতির ফুল, ১৪ প্রজাতির ফল ও ৬ প্রজাতির ভেষজ গাছের চারা রোপন করেন। এলজিএসপি’র আর্থিক সহায়তায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, নার্সারিসহ সাধারণ মানুষের দেয়া এসব গাছ লাগানোর মাধ্যমে ইতিহাস গড়ল তারাগঞ্জবাসী।বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, সবুজ রংপুর বিভাগ গড়ে আমরা দেশে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগনকে গাছ লাগানোর কাজে উৎসাহিত করতে চাই।জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেন, সবুজ অরণ্য গড়ে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসন ২০০০-২০২১ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি  গ্রিনিচ বুকে স্থান করার লক্ষ্য নিয়ে এ আয়োজনে সম্পৃক্ত হয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা বলেন, দীর্ঘ তিনমাস ধরে সবুজ তারাগঞ্জ গড়তে কেযোগে সবাইকে নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফলাফল আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যেতে চাই। ৫টি ইউনিয়ন নিয়ে রংপুরের সবচেয়ে ছোট উপজেলা তারাগঞ্জ। বিশ্বব্যাপী যখন গাছ কাটার মহা উৎসব চলছে সেই সময়ে গাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে সবাইকে।



পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 71718706166737832

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item