নীলফামারীতে জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ০১ সেপ্টেম্বর॥
নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজন করে ওই প্রতিবাদী সন্ধ্যার।
অনুষ্ঠানে কণ্ঠ শিল্পীরা প্রতিবাদী সুর তুলে জানান বিভিন্ন জঙ্গী হামলার প্রতিবাদ। সাথে মানবতার গান গেয়ে আহ্বান জানান জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার। সাথে গানের সুরের মূর্ছনায় জানান শোকের মাসের বিদায়। সাথে প্রতিবাদী কবিতা আবৃত্তি জাগিয়ে তোলে প্রবিাদি মানুষকে। প্রতিবাদী ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী অনুষ্ঠানটি উপভোগ করেন সহ¯্রাধিক দর্শক শ্রোতা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলার কৃতিময় শিল্পী রকিবুল আলম শাহীন, বেবী ঘোষ, দুলাল রাজবংশী, হৃদয় কুমার দে, আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ।
এর আগে বিকেলে সেখানে এক সমাবেশে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিমের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল বারী, আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি মনিরুল হাসান প্রমুখ।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম বলেন,‘সাংকৃতি চর্চা বিকশিত করে আমরা দুর কতে চাই মৌলবাদ ও জঙ্গীবাদ। বিশিত করতে চাই মানুষের মানবিক গুনাবলী। তাই শোকের মাসের শেষ সন্ধ্যায় আমাদের এ আয়োজন।

পুরোনো সংবাদ

নীলফামারী 486274886765077520

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item