কিশোরগঞ্জে কৃষকের জমি দখল

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই পানিয়াল পুকুর কাচারীপাড়া গ্রামের কৃষক গোলজার রহমান একটি পুকুরসহ ২১ শতাংশ জমি ৩৫ বছর থেকে ভোগদখল করে আসছিল। কিন্তু গ্রামের একটি ভুমিদস্যু দল তা জোর করে জবর দখল করে নেয়। এই জমি উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন ফল পাচ্ছেননা তিনি। এদিকে ভুমিদস্যূ দলটি দিনের পর দিন বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে গোলজার ও তার পরিবারকে।
ভুক্তভোগীর লিখিত বিভিন্ন অভিযোগ সুত্রে জানা গেছে,  গোলজার রহমানের রের্কডিও সম্পতি যার দাগ নম্বর ২৭৩, খতিয়ান নম্বর ৬৬৩৫, মেীজা পানিয়াল পুকুর , জে এল নম্বর ১৪ মুলে একটি পুকুরসহ ২১ শতাংশ সম্পত্তি ৩৫ বছর ধরে ভোগ করে আসছিলেন।  কিন্তু ভুমিদস্যু দলের হোতা একই গ্রামের বাংরু মামুদের ছেলে আসিদুল ইসলাম সম্প্রতি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তফশিল বর্ণিত সম্পতি দখল করে। এতে বাঁধা দিতে গেলে আমার ছেলের বউকে বেধারক মারপিট করে তার ৪ মাসের গর্ভপতির গর্ভপাত ঘটান। গোলজার রহমান বলেন এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন ফল পাচ্ছিনা।  দখলদার আশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ওয়ারিশ সুত্রে আমরা ওই জমি দখল করেছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 5645232355576373346

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item