ইবি’র বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআইইআর) অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং মাস্টার্স অব এডুকেশন (এমএড) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এবছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮২ জন এবং এমএড কোর্সের অধীনে ৫০টি আসনের বিপরীতে ৬৮জন আবেদন করেছেন। সকল পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে আই.আই.ই.আর অফিস সূত্র জানিয়েছে।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। দ্রুতসময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) প্রকাশ করা হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6167215460608636672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item