দিনাজপুরে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:
- দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।

২৩শে সেপ্টেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৬টায় জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের চাকাই যদুর মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন:- পঞ্চগড়ের মোঃ মাসুদ করিম সিদ্দিকী (৪০), মোঃ রজব আলী (৫০), মোঃ জাহিরুল ইসলাম (৩৮), নারগিস বেগম (১৮), মোছাঃ তানজিনা (১০), ময়মনসিংহের ইলিয়াস (১৭), মোছাঃ নাগরিন বেগম (৩২), মোছাঃ সোনিয়া (২০), মোঃ হেলাল (৪০) এবং চটগ্রামের মোছাঃ কাকলি (১৯) ; এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে, বলে জানা যায়।

এ ব্যাপারে নাইট কোচের যাত্রী মোঃ মাসুদ করিম সিদ্দিকী জানান, ২২শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো- ব-১৪-৬৮৭৯) দিনাজপুরের দশ মাইল নামক স্থানে আসার পর থেকে চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। আমরা কয়েকবার সর্তক করেছিলাম। কিন্তু সেভাবেই গাড়িটিকে চালানোর একপর্যায়ে ঘটনাস্থলে মোড় নেওয়ার সময় একটি ট্রাক্টরের সাথে মুখোমুখী সংঘর্ষের পর কোচটি রাস্তার ধারে উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ রির্পোট লিখা পর্যন্ত নিহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

দিনাজপুর 9147495778798719461

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item