সৈয়দপুর শহরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত,জলাবদ্ধতায় মানুষের চরম দূর্ভোগ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

গতকাল শুক্রবার বিকেলে সৈয়দপুরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে ঘিঞ্জি শহর সৈয়দপুরে অনেক এলাকায় বাসা-বাড়িতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে মানুষ চরম দূর্ভোগে পড়েন।
গতকাল বিকেল ৩ টায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এ বৃষ্টিপাত বিকেল পৌণে ৪টা পর্যন্ত একটানা অব্যাহত ছিল। এ সময় আকাশ প্রচন্ড গর্জন  করে ও চমকাতে থাকে। প্রচন্ড বৃষ্টিতে সৈয়দপুর শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে। এ সময় ওই সড়কের অনেক দোকানপাটে ভেতরে বৃষ্টি পানি ঢুকে পড়ে। লিটন টেইলার্সের স্বত্তাধিকারী মো. আল-আমিন জানান, বৃষ্টির পানি তাঁর দোকানসহ ওই সড়কের প্রায় প্রতিটি দোকানপাটে ঢুকে। তারা তড়িঘড়ি করে দোকানপাটের নিচে থাকা মালামাল সামগ্রী দ্রুত সরিয়ে নেয়।
বৃষ্টি পানি দোকানপাটে ভেতরে ঢুকে পড়ার বিষয়টি ওই সড়কের বাসিন্দা সাংবাদিক নিজু কুমার আগরওয়ালাও নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার ওই সড়কের দোকানপাট বন্ধ ছিল। ফলে আকস্মিক বৃষ্টিপাত হওয়ায় বৃষ্টি পানি দোকানে ভেতরে ঢুকে পড়ায় অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। অনেক দোকান মালিক বৃষ্টির মধ্যে বাসাবাড়ি থেকে দোকানে ছুঁটে আসেন।
 এদিকে,বৃষ্টিতে শহরের মুন্সিপাড়া, বাঙ্গালীপুর নিজপাড়া (মন্ডলপাড়া), দারুল উলুম মাদ্রাসা এলাকা, মিস্ত্রিপাড়া, বাঁশবাড়ী, হাতিখানা, সাহেবপাড়া, রসুলপুর, নতুন বাবুপাড়া, গোলাহাট, নিয়ামতপুরসহ বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক এলাকায় বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়ে।
 সৈয়দপুর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল এখানে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।     

পুরোনো সংবাদ

নীলফামারী 2644084409637134108

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item