অভিভাবকদের অসচেতনতায় সন্তানরা জঙ্গিবাদে জড়াচ্ছে .........রংপুর রেঞ্জ ডিআইজি

হাজী মারুফ :

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম বলেছেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টায় সন্তানদের ধর্মের সঠিক শিক্ষা দেয়া হচ্ছে না, অভিভাবকদের অসচেতনতার কারনে আজ সন্তানরা জঙ্গিবাদের সাথে জড়িয়ে পরছে। আমাদের সন্তানদের জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে হবে। তিনি আরো বলেন, ইসলাম ধর্মের প্রসারে হিংসা বসতি হয়ে ইহুদীরা লাখ লাখ ডলার খরচ করে ইসলাম ধর্মের বাহ্যিকতা নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের সাথে যোগ দিয়েছে আমাদের দেশের কিছু ক্ষমতা লোভী, তাই আমাদের সচেতন হতে হবে, ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। গতকাল রবিবার বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আল-কুরআনের পথে, প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেছেন, দেশের অগ্রগতি বাধাগ্রস্থ করার জন্য কিছু পাকিস্তানের দোষর দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করছে, তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার ডাকে জনগণ ঐক্যে পৌছেছে, জনগণের মাঝে সচেতনতা বেড়েছে, আর এই সচেতনতাই জঙ্গিকে রুখে দিবে। কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিসদের আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী,  রংপুর মেট্রোপলিটন চেম্বারের আহবায়ক রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাাদক তৌহিদুর রহমান টুটুল, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম রাশেদুন্নবী জুয়েল। সভাপতিত্ব করেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী। আল-কুরআনের পথে, প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় হাম, নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতায় মোট ৫০০ প্রতিযোগি অংশ নেয়, তার মধ্যে থেকে প্রথম, ২য় ও ৩য়সহ মোট ৪৮ জন কে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মাঝে নগদ টাকা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, কোরআন বিষয়ক এই প্রতিযোগিতা কোরআন সম্পর্কে ধারণা যেমন সৃষ্টি করবে তেমনি ইসলাম সম্পর্কে সচেতন করে তুলবে।

পুরোনো সংবাদ

রংপুর 1050750766805566041

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item