পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে ডোমার পৌর শহর

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

আগামী ৭ আগষ্ট ডোমার পৌর নির্বাচনকে ঘিরে পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে গোটা শহর। ৪জন মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন ও সাধারন ওয়ার্ড কাউন্সিল ২৪ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে। পাড়া মহল্লা থেকে শুরু করে বাজারে ও দোকানের সামনে বিভিন্ন মার্কার সমাহার গোটা শহরে। দুপুর ২টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রার্থীদের গুনকির্তন চলছে। বিভিন্ন গানের সুরে সুরে তালে তালে তাল মিলিয়ে চলছে ব্যাপক প্রচারনা। প্রার্থীর দৌড় ঝাঁপে ভোটার ও কর্মীরা অনেকটাই চাংঙ্গা হয়ে উঠেছে। চায়ের দোকানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।  ভোটের হাওয়ার ঝড় বইছে চায়ের কাপে। অপর দিকে প্রার্থী ও কর্মীরা মানুষের দ্বারে দ্বারে ছুটছে দোয়া আর্শিবাদ ও ভোট চাইতে। মেয়র প্রার্থী ৪জনের মধ্যে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (সতন্ত্র), কাজী আবু জাফর মোঃ জুল কাদের (সতন্ত্র), আওয়ামীলীগ বিদ্রোহী  আবু সুফিয়ান লেবু (সতন্ত্র) ও আওয়ামীলীগ মনোনীত ময়নুল হক। সংরক্ষিত কাউন্সিলর ১, ২, ৩ নং ওয়ার্ডে লক্ষীরাণী দাস, হাজেরা বেগম শুশিলা, ভারতী রাণী । ৪, ৫, ৯ সাহেরা বেগম, রিনা বেগম , সুলতানা বেগম । ৬, ৭, ৮ উম্মে কুলছুম, লাভলী বেগম বকুল , সাহিদা বেগম, রাবিনা আক্তার রিতা। সাধারন কাউন্সিলর ১নং ওয়ার্ডে মিজানুর রহমান জুয়েল, আব্দুর রাজ্জাক রাজা, মাহাফুজ আলম, নাজিম উদ্দিন। ২নং হাফেজ আব্দুল হক, শামসুল আলম। ৩নং সহির উদ্দিন সরকার, আখতারুজ্জামান সুমন। ৪নং সৈয়দ মোরশেদ তরুন বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত। ৫নং বেলাল হোসেন, অহিদুল ইসলাম। ৬নং জামান মাশরাফি পুতুল, মিজানুর রহমান টুলু। ৭নং এনায়েত হোসেন নয়ন, বাবুল রহমান, আশিকুর রহমান সাজু। ৮নং আবুল কালাম আজাদ, সামিউল ইসলাম, আবু তালেব, কাওছার আলম, শামিম আলম। ৯নং ওয়ার্ডে আনারুল ইসলাম, আহসান হাবিব।  মোট ৩৮ জন প্রার্থী নির্বাচন করছে। এ পৌরসভায় ৫ হাজার ৮৮০ জন পুরুষ ও  ৬ হাজার ৩৭ জন মহিলাসহ  মোট  ১১  হাজার ৯১৭ জন ভোটার ৭আগষ্ট তাদের ভোট প্রয়োগ করবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7351564582640140695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item