বন্যার্ত-অসহায় বানভাসি মানুষের পাশে ডা: সুমন প্রধান

 ১০ হাজার পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা-সেবাসহ খাবার বিতরণ

হাজী মারুফ :

কুড়িগ্রামের বানভাসি অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ডা: সুমন প্রধান। তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল চর বেরুবাড়ী, চর লুচনী, চর কেশবপুর, চর কৃষ্ণপুর, চর কুমেদপুর, চর নুনখাওয়া, চর নারায়নপুর, পাখি উড়া চর, গাবতলা, মাদারগঞ্জ, কালিগঞ্জ কচাকাটাসহ ইউনিয়নগুলিতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ডা: সুমন প্রধান ও ডা: সাগর, ডা: জোবায়ের, ডা: রিফাত, ডা: জীবনসহ অনেকে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ১০ হাজার পরিবারের মাঝে আপেল, শুকনা খাবার, বিস্কুট, বোতলজাত পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করা হয়। অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন ও রোগীদের সেবা প্রদান করা হয়। ২ দিনব্যাপী ত্রাণ বিতরন কর্মসুচীতে অংশগ্রহনকারীরা হলেন, প্রকৌশলী শামীম, আতিক, উইন, সাগর, গোপাল, ছাত্রনেতা ইমু, সোহেল, শাকিল, কাইয়ুম। বন্যার্তদের মাঝে ১০ হাজার পিস আপেল, ১০ হাজার লিটার খাবার পানি, ১০ হাজার প্যাকেট শুকনা খাবার, ২০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫ হাজার খাবার স্যালাইন, ১০ হাজার প্যাকেট বিস্কুট ও বিভিন্ন ওষুধ বিতরন করা হয়। পরে ডা: সুমন প্রধান ত্রানবহনকারীদের পক্ষ থেকে ধন্যবাদ
প্রদান করেন এবং ভবিষ্যতে সকল সমাজসেবা মুলক কাজে যথাসাধ্য সহায়তা করা ও অসহায় দরিদ্রের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 755239757103835496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item