সৈয়দপুরে ব্রিজ ভেঙে ট্রাক খাদে

ইনজামাম-উল-হক নির্ণয় নীলফামারী ০১ জুলাই॥
নীলফামারী জেলার সৈয়দপুরে ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। আজ শুক্রবার ভোরে সৈয়দপুর পৌর এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সৈয়দপুর শহরে প্রবেশের বিকল্প ওই সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, ঘটনার দিন ভোরে একটি বালু বোঝাই ট্রাক (চট্টগ্রাম-ট-১১-০৪৫৭) ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ অতিক্রম করছিল। ট্রাকটি ব্রিজ ভেঙে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক রবিউল ইসলাম (৫০) ও হেলপার সুমন(৩০)। তাদের বাড়ি চুয়াডাঙ্গার বাগানবাড়ি এলাকায়।
ট্রাক চালক রবিউল ইসলাম জানান, তিনি পঞ্চপড়ের ভজনপুর থেকে ট্রাকে বালু বোঝাই করে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। মূল সড়ক হয়ে না গিয়ে তিনি বিকল্প সড়ক দিয়ে সৈয়দপুর শহর হয়ে যাচ্ছিলেন। ভোরে ট্রাক নিয়ে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।
এদিকে সৈয়দপুর এলাকাবাসী জানায় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ওই ব্রিজটি দীর্ঘদিন ধরে ওই অবস্থায় চলছিল।  কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ ব্রীজটি মেরামতে বা সংস্কারের কোন ব্যবস্থা না নেয়ায় এমনটি ঘটেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7218245625957510483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item