ডোমারের কেতকীবাড়ী ইউনিয়নে ১জন চেয়ারম্যান ও ১জন মেম্বার এবার সহ ৩বার নির্বাচিত হলেন।

আবু ছাইদ, চিলাহাটি (নীলফামারী) সংবাদদতা ঃ
ডোমার উপজেলার  ইউপি নির্বাচন-২০১৬ ইং এ স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা নিয়ে জহুরুল হক প্রামানিক দিপু ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে এবার সহ পর পর ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন। একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মকছেদুল ইসলাম এবার সহ পর পর ৩ বার নির্বাচিত হলেন।
ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু অত্যন্ত মিশুক ও রসিক ব্যাক্তি। তাছাড়া তার ভিতরে ছোট বড়, গরীব ধনীর কোন ভেদাভেদ ছিল না। সবাইকে সমান চোখে দেখেন। ইউনিয়নের বিভিন্ন প্রকল্প কার্ড বিতরণ, টাকা বিতরণ, গম বিতরণ, চাল বিতরণ সহ নানা কাজে তার বিরুদ্ধে গত ২বার ১৪ বছরে কোন সরকার ও জনগণের পক্ষ থেকে কোন দুর্নিতির অভিযোগ ছিল না। তাকে মানুষ সুখে-দুখে-বিপদে কাছে পেয়েছে। তাই কেতকীবাড়ী ইউনিয়ন বাসী এবারেও ৩য় বারের মত বিপুল ভোটে বিজয়ী করে জহুরুল হক প্রামানিক দিপুকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আর একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মকছেদুল ইসলাম এবার সহ ৩ বার নির্বাচিত হলেন। তিনিও তার ওয়ার্ডের জনগনের এবং এলাকার উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা এবং জনগনের উপকারের এগিয়ে আসেন। জানাগেছে, মকছেদুল মেম্বার সরকারী মালামাল তিনি যার প্রাপ্য যতটুকু সমান ভাবে বিলিবন্টন করেন। তার বিরুদ্ধে কোন জনগনের ক্ষোভ বা অভিযোগ নেই। তিনি ঐ ওয়ার্ডে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3512101985015501210

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item