বিশ্ব মা দিবসে তাসকিয়াকে বাঁচাতে এক মায়ের আকুতি।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

হাস্য উজ্জলএই শিশুটির নাম তাসকিয়া। বাবা মায়ের সংসারে দু-বোনের মধ্যে  বড় ফুটফুটে তাসকিয়া সারাক্ষন বাড়ী সহ পুরো পাড়া মাতিয়ে রাখতো । তার স্নিগ্ধ হাসি মাখা ভাঙ্গা ভাঙ্গা মিষ্টি কথা মন কাড়ে অনেকের। লেখা পড়াতেও সে বেশ আগ্রহী। আর দশটি শিশুর মতোই সে জন্ম নিলেও তার ছোট হৃদপিন্ডে যে বড় জটিল রোগ বাসা বেঁধে আছে তা কে জানে। পৃথিবীর আলো বাতাসের সার্নিদ্ধে আসার মাত্র তিন বছরের মাথায় শিশুটির হৃদপিন্ডে চেপে বসেছে ঘাতক হৃদরোগ। প্রতিটি মূহুর্ত মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করে এখন ক্লান্ত সে। শিশুটির দরিদ্র পিতা ডোমার উপজেলা পূর্ব চিকন মাটি গ্রামের ডাঙ্গা পাড়ার মনোয়ার হোসেন। সম্পদ বলতে বাড়ী ভিটাটুকু ছাড়া কিছু নেই তার। ছোট চাকুরী করে যে টুকু পায় তা দিয়ে কোন মতে সংসার চলে। কান্না জড়িত কন্ঠে সে বলেন,আমি একজন সামান্য কর্মচারী। জমি জিরাত বলতে আমার কিছুই নেই। অতি কষ্টে অসু¯্য’ মেয়েকে নিয়ে রংপুরে শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাই। তারা পরীক্ষা নিরিক্ষা করে অতি দ্রুত হৃদপিন্ডের উচ্চতর অপারেশনের জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দেন। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার প্রয়োজন। আমার মতো দরিদ্র পিতার পক্ষে এই ব্যায় বহন একে বারে অসম্ভব । দেশের প্রধান মন্ত্রী সহ সমাজের হৃদয়বান ও বিত্তবান লোকদের কাছে আমার আকুল আবেদন ,তারা যেন আমার কন্যা  সন্তানটির দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মাতা বকুল আকতার বলেন,আজ বিশ্ব মা দিবস, পৃথিবীর সকল মা তাদের সন্তাদের মঙ্গল কামনায় প্রার্থনা করছে । কিন্তু আমার অসুস্থ্য কন্যা  সন্তানটির দিকে তাকালে অজানা আশংকায় বুকের ভিতরটা হাহাকার করে উঠে। নিয়তির কি নির্মম পরিহাস, বিধাতা আমার অবুঝ শিশুটির এমন জটিল ব্যাধি দিলেন , যার খরচ বহনের ক্ষমতা আমাদের নেই। সরকার ও সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই আমার ফুলের মতো অবুঝ শিশুটি অকালে ঝরে পড়ার হাত থেকে রক্ষা পেতে পারে।বিশ্ব মা দিবসে সকলের প্রতি আমার মিনতি আমার মতো অভাগী এই মায়ের বুকে সুস্থ্য তাসকিয়াকে ফিরে পেতেএকটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।তাসকিয়া  কে সাহায্যের জন্য তার পিতা মোঃ মনোয়ার হোসেন,সোনালী ব্যাংক ডোমার শাখা সঞ্চয়ী হিসাব নং-৫৩০৫৩৪০৯৬১৯৫ মোবাইল-০১৯৬০৪৭১৫৪৪ নম্বরে যোগাযোগের জোর আকুতি জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 468798175728039119

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item