ডিমলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।

জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

১৯ মে বৃহস্পতিবার নীলফামারীর ডিমলা উপজেলায় সদরে অবস্থিত ডিমলা স্বপনবিদ্যা নিকেতন চত্তরে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশগ্রহণকারী অত্র বিদ্যালয়ের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ ৫, ১১ জন এ গ্রেড এবং ১৭ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব নুরুল হুদার সভাপতিত্বে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবতাফ উদ্দিন সরকার, সাংসদ, নীলফামারী-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিমলা। সভায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল হালিম, অধ্যক্ষ, জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ, আবু হানিফ সরকার, প্রধান শ্ক্ষিক, ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়, ডিমলা, কহিনুর বেগম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা, মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জান্নাতুল ফেরদৌসী, এএসআই, ডিমলা থানা প্রমুখ। বক্তারা সাফল্য অর্জন করে সুনাম বয়ে আনার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অভিনন্দন জানান এবং আগামীতেও যেন সুনাম অক্ষুন্ন থাকে সে বিষয়ে সচেতন থাকার আহব্বান জানায়। অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুস সালাম মিয়া।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8575071720904592763

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item