ডিমলায় কর্মী সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

ধর্ম নিরেপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার। শুক্রবার ২০শে মে ডিমলা শহীদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ডিমলা শাখার আয়োজনে বাবু সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাবু সন্তোষ কুমার মৈত্র (অবঃ প্রধান শিক্ষক), বাবু নিরেন্দ্র নাথ রায় সভাপতি বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাবু শৈলেন কুমার সিহং রায় সভাপতি যুব লীগ ডিমলা, অমিয় ব্যানার্জী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা ডিমলা, বাবু জিতেনন্দ্র নাথ রায় কৃষক লীগ নেতা ডিমলা ও সাংবাদিক নিরঞ্জন দে প্রমূখ। সভায় বক্তারা বলেন ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জন গোষ্ঠীর উপর অব্যাহত বৈষম্য বঞ্চনা অস্থিত্ব সংকটের মুখো মুখি পরে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেশ থেকে বাধ্য করা বন্ধ করে ২০১৫ সালের ৪ঠা ডিসেম্বরের সোহরাওয়াদি উদ্যানে অস্থিত্ব রক্ষার প্রত্যয়ে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে গৃহিত ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে সম অধিকার ও সম মর্যাদা প্রতিষ্ঠার দাবি করেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলার মাধ্যমে ৭ দফা দবি সম্বলীত একটি সম্বারক লিপি প্রধান মন্ত্রীর নিকট প্রেরণ করেন। দাবি গুলো হলো ১। ক্ষমাতায়ন ও প্রতিনিধিত শীলতা, ২। সাংবিধানীক বৈষম্য বিলোপ করন, ৩। সম অধিকার ও সম মর্যদা, ৪। স্বার্থ বান্ধব আইন বাস্থব্যয়ন ও প্রনয়ন, ৫। শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসন, ৬। দায় মুক্তির সংস্কৃতি থেকে উত্তরণ এবং ৭। মুক্তি যুদ্ধের চেতনায় সাম্প্রদায়ীকতাহীন, ধর্মান্ধতা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8780165926768461030

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item