পুলিশের বিরুদ্ধে দোকান ভাংচুরের অভিযোগ

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর থানা পুলিশের বিরুদ্ধে দোকান ভাংচুর করার অভিযোগ মিলেছে। ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টায় শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় (মন্ডলপাড়া) ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে বুদা নামের এক ব্যবসায়ী ওই অভিযোগ করেন। এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় (মন্ডলপাড়া) প্রতিদিনের ন্যায় সকাল ৮টায় মুদি দোকান খুলে রাত প্রায় ১১টায় বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল বুদা নামের ওই মুদি ব্যবসায়ী। ওই সময় থানার এটিএসআই তোফায়েল আহমেদ ব্যবসায়ী বুদাকে বলেন, এত রাত পর্যন্ত দোকান খোলা কেন? প্রতি উত্তরে দোকানী বলেন, গরমের দিনে একটু দেরি করেই দোকান বন্ধ করা হয়। এ কথার সাথে সাথে এটিএসআই তোফায়েল ক্ষিপ্ত হয়ে দোকানের ঝাপ ফেলে দেয় এবং দোকানে লাথি মেরে কাচ ভেঙ্গে ফেলে। এ ঘটনাটি সাথে সাথে ওই এলাকায় বসবাসরত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার লাকীর স্বামী লিটনকে জানালে তিনি খবর দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলামকে। ওসি আমিরুল ইসলাম ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা দেখে ওই এটিএসআইকে বকাবকি করেন এবং ভুল শিকার করে স্থানীয় থানায় নিয়ে যান। তবে ক্ষতিপূরণ না দেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে এটিএসআই তোফায়েলের সাথে কথা বলতে গিয়ে তাকে না পাওয়ায় মতামত নেয়া সম্ভব হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 177637964665979444

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item