মাদক ব্যবসায়ী বড়কার ৬ মাসের কারাদন্ড

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মাদক বিক্রির অপরাধে সাকিল ওরফে বড়কা (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই আদেশ দেন।
পুলিশ জানায়, গায়ে গতরে ছোট হলেও নাম তার বড়কা। শহরের নতুন বাবুপাড়ার মৃত মুকুল মোহাম্মদের ছেলে সে। মাদক বিক্রির অপরাধে তাকে একাধিকবার আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবারও শুরু করে দেয় পূর্বের ব্যবসা। তার ব্যবসা বন্ধ করতে এলাকাবাসী বারবার তাগিদ দিয়েও ব্যর্থ হওয়ায় ২৫ এপ্রিল তাকে ওই এলাকার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মিনারা বেগম নির্দেশে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে স্থানীয় থানায় সোপর্দ করেন। পরে তাকে ২৬ এপ্রিল হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। সেখানে ওই আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 9107560806512482881

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item