জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি তেল বিপণনকারী কোম্পানিগুলোর মার্জিন দ্বিগুণ

ডেস্কঃ

বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর অবশেষে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়; যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা।অর্থাৎ পেট্রোল-অকটেনের দাম লিটার প্রতি কমেছে ১০ টাকা। ডিজেল-কেরোসিনের দাম তিন টাকা করে কমিয়েছে সরকার। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি তেল বিপণনকারী কোম্পানিগুলোর মার্জিনও দ্বিগুণ করা হয়। এরই মধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়েছে। যা সোমবার (২৫ এপ্রিল) থেকেই কার্যকর হবে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম। সংশ্লিষ্টদের মতে, মার্জিন দ্বিগুণ করার ফলে পরিচালন আয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে তেল বিপণনকারী কোম্পানিগুলো আগে ২৫ পয়সা মার্জিন পেত। প্রকাশিত গেজেট অনুযায়ী, এ মার্জিনের হার দ্বিগুণ বা ৫০ পয়সায় উন্নিত করা হয়েছে। ২০১৫ সালে অকটেন ও পেট্রোলে পদ্মা, যমুনা ও মেঘনা অয়েলের মার্জিন ছিল প্রতি লিটারে ৩০ পয়সা, যা এখন থেকে ৬০ পয়সায় উন্নিত করা হয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলে কমিশন বেড়েছে ৫৭ শতাংশ। আগে প্রতি লিটার ফার্নেস অয়েলে তেল বিপণনকারী কোম্পানিগুলোর মার্জিন ছিল ৩৫ পয়সা, যা এখন ৫৫ পয়সায় উন্নিত করা হয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8872716763262784497

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item