সাদুল্যাপুরে আ’লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেলেন যারা

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:-

দেশের চতুর্থ ধাপে আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ১১ ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেলেন যারা- রসুলপুর ইউনিয়ন থেকে আ’লীগের আঃ গফুর সরকার, বিএনপি’র মেহেদী হাসান, জাপা’র আঃ লতিফ সরকার। নলডাঙ্গা থেকে আ’লীগের তরিকুল ইসলাম নয়ন, বিএনপি’র নুরুন্নবী আহম্মেদ লিটু, জাপা’র নুরে আলম নান্নু। দামোদরপুর থেকে আ’লীগের
এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, বিএনপি’র সোহরাফ হোসেন সরকার, জাপা’র নুরুন্নবী আকন্দ। জামালপুর থেকে আ’লীগের নুরুজ্জামান মন্ডল, বিএনপি’র নুরুল ইসলাম মন্ডল, জাপা’র রেজাউল করিম রেজা। ফরিদপুর থেকে আ’লীগের নুর আজম মন্ডল নিরব, বিএনপি’র আইয়ুব আলী সাদা, জাপা’র আঃ কুদ্দুস। ধাপেরহাট থেকে আ’লীগের শফিকুল কবির মিন্টু, বিএনপি’র শহিদুল ইসলাম শিপন, জাপা’র শহিদুল ইসলাম। ইদিলপুর থেকে আ’লীগের আব্দুর রহমান, বিএনপি’র ছামছুল আলম, জাপা’র রাব্বী আব্দুল্যাহ রিয়ন। ভাতগ্রাম থেকে আ’লীগের সুমন সরকার, বিএনপি’র মাহবুবার রহমান, জাপা’র আঃ রশিদ সরকার। বনগ্রাম থেকে আ’লীগের রেজাউল করিম রেজা প্রামানিক, বিএনপি’র শাহজাহান সরকার ভোলা, জাপা’র শাহীন আহম্মেদ।কামারপাড়া থেকে আ’লীগের আব্দুল গনি তারা, বিএনপি’র শাহ মোঃ শওকত আলী মানিক, জাপা’র আমিরুল ইসলাম। খোর্দ্দকোমড়পুর থেকে আ’লীগের রেহানা আক্তার, ২০দলীয় জোটের জোহা মিয়া ও জাপা’র কাওছার শাহ মাহমুদ আল হাসান (সাগর মিয়া)। সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) ফেরদৌস আলম জানান, নির্বাচনী তফশিল অনুযায়ী উপজেলার ১১ ইউনিয়নে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ২৭৩ জন।

পুরোনো সংবাদ

নির্বাচন 2937329595614542799

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item