সাদুল্যাপুরে ইউপি নির্বাচনে ৬৯৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

দেশের চতুর্থ ধাপে ইউপি নির্বানের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নে ৬৯৮ প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থী ৬৯ জন, সংরক্ষিত সদস্যা ১৫৬ জন ও সাধারণ সদস্য ৪৭৩ জন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র রির্টানং অফিসারের নিকট জমা করেন প্রার্থীরা। সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এর মধ্যে রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৭ জন, সংরক্ষিত সদস্যা ৯ জন ও সাধারণ সদস্য ৩৯ জন। নলডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৫ জন, সংরক্ষিত সদস্যা ১৪ জন ও সাধারণ সদস্য ৪০ জন। দামোদরপুর ইউনিয়নে
চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জন, সংরক্ষিত সদস্যা ১২ জন ও সাধারণ সদস্য ৩৪ জন। জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জন, সংরক্ষিত সদস্যা ১৪ জন ও সাধারণ সদস্য ৪৫ জন। ফরিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৬ জন, সংরক্ষিত সদস্যা ১৫ জন ও সাধারণ সদস্য ৪২ জন। ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৭ জন, সংরক্ষিত সদস্যা ১৫ জন ও সাধারণ সদস্য ৫০ জন। ইদিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৮ জন, সংরক্ষিত সদস্যা ২৩ জন ও সাধারণ সদস্য ৬৬ জন। ভাতগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জন, সংরক্ষিত সদস্যা ১৪ জন ও সাধারণ সদস্য ৪১ জন। বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৮ জন, সংরক্ষিত সদস্যা ১৮ জন ও সাধারণ সদস্য ৪১ জন। কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৬ জন, সংরক্ষিত সদস্যা ৯ জন ও সাধারণ সদস্য ৩৫ জন ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ১০ জন, সংরক্ষিত সদস্যা ১৩ জন সাধারণ সদস্য ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) ফেরদৌস আলম বলেন, নির্বাচনী
তফশিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষদিন ছিল তিনি আরও জানান, ১০ ও ১১ এপ্রিল
মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ১৯ এপ্রিল প্রতীক বরাদ্ধ ও ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলা ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ২শ ৭৩ জন।

পুরোনো সংবাদ

নির্বাচন 628080422974566359

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item