নীলফামারীতে রেল রক্ষা অভিযাত্রা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী, ৮ এপ্রিল॥
‘রেল বাঁচাও। যাত্রী অধিকার প্রতিষ্টা কর’ শ্লোগানে নীলফামারীতে রেল রক্ষা অভিযাত্রা করেছে জেলা সিপিবি ও বাসদ।  আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় থেকে নীলফামারী স্টেশনে পৌঁছায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখি আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে চিলাহাটি এবং সেখান থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একই ট্রেনে নীলফামারী এসে পৌঁছায়। এসময় নেতাকর্মীরা রেল রক্ষায় দাবি সম্বলিত প্রচারপত্র বিলি করেন। নীলফামারী ও চিলাহাটি রেল স্টেশনের প্লাটফরমে যাত্রীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত পৃথক সমাবেশে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ত্রৈলোক্য রায়, সদস্য জগদীশ চন্দ্র রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য তাপস রায়, প্রদীপ রায় প্রমুখ।বক্তারা বলেন, সরকারে ভুল পরিকল্পনা, দুর্নীতি এবং অপচয়ের কারণে রেল পরিণত হয়েছে লেকাসানি প্রতিষ্ঠানে। সরকার লোকসানের কারণ দূর না করে দফায় দফায় ভাড়া বৃদ্ধি করছে। এসময় রেলের ভাড়া কমানো, যাত্রীসেবার মান বাড়ানো, দূর্নীতি ভুলনীতি- অপচয় বন্ধ, পর্যপ্ত লোকবল নিয়োগ, রেলের সংখ্যা বাড়ানো, বেসরকারী করণ বন্ধসহ সৈয়দপুর, পাহাড়তলী, পার্বতীপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের দাবি জানান।জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস জানান, সিপিবি এবং বাসদ যৌথভাবে  ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রেল রক্ষা অভিযাত্রা কর্মসূচি হাতে নেয়। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ওই অভিযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার তারই আলোকে নীলফামারীতে কর্মসূচিটি পালিত হলো। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার বিকেল চারটায় জেলার রেলওয়ের শহর সৈয়দপুরের তামান্না সিনেমা হল মোড়ে জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন সিপিবির সভাপতি মোজাহেদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুইয়া।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 54552274773632666

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item