ডোমার ৪দিন পর অজ্ঞাত বৃদ্ধার লাশের স্বজনদের খোজ মিললো

আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামরী ডোমারে ৪দিন পর অজ্ঞাত বৃদ্ধার লাশের স্বজনদের খোজ মিললো। ২১এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অটো চালক অসুস্থ্য এক বৃদ্ধাকে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হলে তাকে রেখে অটো চালক পালিয়ে যায়। দির্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোন পরিচয় না মেলায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি পুলিশে হস্তান্তর করে। ডোমার থানার এসআই মিজানুর রহমান মিজান লাশের সুরতাহাল করে ময়না তদন্ত শেষে ২২এপ্রিল শুক্রবার ডোমার থানার সহায়তায় বাদ মাগরিব ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়। মিডিয়ার মধ্যমে প্রকাশিত হওয়ায় ২৪এপ্রিল রবিবার দুপুরে নিহিতের স্বজনরা ভীড় জমায় ডোমার থানায়। তারা ছবি ও ব্যাগ কাপড় দেখে সনাক্ত করেন। নিহতের পরিবারের কাছ থেকে জানাযায়, তিনি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা চৌধুরী পাড়া  গ্রামের মৃত হাকিমুদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম। তিনি সেদিন ডোমার উপজেলার পঙ্গা মটুকপুর নদীয়াপাড়া গ্রামে মেয়ে মালেকা ও জামাই রফিকুলের বাড়ী বেড়াতে যাওয়ার সময় বোড়াগাড়ী ব্রীজে অসুস্থ্য হয়ে পড়ে। অটো চালক তাকে হাসপাতালের ভর্তি করে পালিয়ে যায়। মৃত্যুকালে তার বয়স ছিল(৬০) তিনি ৩টি পুত্র সন্তান, ৫টি কন্যা সন্তান নাতী নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। পরে রেখে যাওয়া কাপড় ব্যাগ পরিবারে কাছে হস্তান্তর করেন পুলিশ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4751784080598542426

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item