অবশেষে সোনাখুলী ইউনিয়নের গেজেট প্রকাশের সিদ্ধান্ত

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোনাখুলী মৌজাকে পৃথক ইউনিয়ন ঘোষণার গেজেট প্রকাশে নীলফামারী জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৯ ফেব্র“য়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বারিত পত্রে এ তথ্য জানা গেছে।
ওই পত্র মতে, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং ৫২৩২/২০১১ মামলায় প্রদত্ত আদেশে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বৃহৎ অংশ সোনাখুলী মৌজাকে নিয়ে স্বতন্ত্র ইউনিয়ন গঠন এবং বোতলাগাড়ী ইউনিয়নের অবশিষ্ট ছয়টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শওকত চৌধুরীর আধা-সরকারি পত্র মতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ ধারায় বর্ণিত বিধান অনুযায়ী সোনাখুলী মৌজাকে পৃথক ইউনিয়ন ঘোষণায় গেজেট প্রকাশ করতে হবে। আর নীলফামারী জেলা প্রশাসককে এ নির্দেশনা দেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শরীফা আহমেদ।
সোনাখুলী ইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য লোকমান হোসেন জানান, সোনাখুলী মৌজাকে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবিতে ২০১০ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান আলী সরকার বাদল। এরই প্রেেিত সংশ্লিস্ট মন্ত্রণালয়ের সিনিয়ল সহকারী সচিব আখতারী বেগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে নীলফামারী জেলা প্রশাসক স্বতন্ত্র ইউনিয়ন গঠনে যাবতীয় কাজ প্রায় সম্পন্ন করেন। এদিকে ২০১১ সালে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সিডিউল ঘোষণা করলে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব অমল চন্দ্র দাস এক পত্রে বোতলাগাড়ী ইইনয়নের নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সে সময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার নির্ধারিত সিডিউল মোতাবেক নির্বাচন সম্পন্ন করতে হাইকোর্টে রীট পিটিশন করেন। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ২০১৫ সালের ২৪ নভেম্বর মহামান্য হাইকোর্ট বোতলাগাড়ী ইউনিয়নে নির্বাচন করার আদেশ দেন। ফলে প্রদত্ত আদেশের সার্টিফাইড কপি ও সংসদ সদস্যের আধা-সরকারী পত্রের মর্মানুযায়ী স্থানীয় সরকার বিভাগ সোনাখুলীকে স্বতন্ত্র ইউনিয়ন গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 643157000951130430

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item