চিলাহাটিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা

এ,আই,পলাশ:
বাল্যবিবাহ রোধ করি, সুখী সমৃদ্ধ সমাজগড়ি এই প্রতিাপাদ্যকে সামনে রেখে ডোমার উপজেলা প্রশাসন এবং লোককেন্দ্র ফোরাম, চিলাহাটি এর আয়োজনে  এবং ইউএসএস ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বাল্যবিবাহ, যৌতুক মাধক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ”বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা” চিলাহাটি গার্লস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মোছাঃ সাবিহা সুলতানা , উপজেলা নির্বাহী অফিসার ,ডোমার । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলাউদ্দিন আলী , নির্বাহী পরিচালক , ইউএসএস, জনাব মোঃ আবু তাহের, জনাব মোঃ জহিরুল হক প্রামানিক (দিপু) চেয়ারম্যান, ভোগডাবুড়ি ও কোতকিবাড়ী ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ জাকির হোসেন, অধ্যাক্ষ চিলাহাটি ফাজিল মাদ্রাসা এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ আইয়ুব আলী , অধ্যক্ষ, চিলাহাটি গার্লস স্কুল এ্যান্ড কলেজ  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সকল মাধ্যামক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য  শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ । সভায় শুরুতে লোককেন্দ্র ফোরাম এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন জনাবা বাবলী রানী রায়। স্বাগত বক্তেব্যে পর স্পন্সর শিশুরা পরিবেশন করে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামুলক নাটক দুঃখ লতা এবং নাটকের পর শুরু হয় জন সংলাপ এবং সংলাপের বিষয় ছিল বাল্য বিবাহ প্রতিরোধ সরকারী ও বে-সেরকারী প্রতিষ্ঠান এবং সুশিল সমাজের ভুমিকা। ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীগণ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের  প্রশ্ন  করেন এবং অতিথিগণ প্রশ্নের উত্তর প্রদান করেন  । সংলাপ শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে বাল্যবিবাহ, যৌতুক এবং মাদক সেবন ও শিশু নির্যাতন বন্ধে শপথ বাক্য পাঠ করান ।  শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন” বাল্য বিবাহ  প্রতিরোধ বিষয়ে আমরা সকলকে সচেতন করার জন্য কাজ করছি এবং কেউ যদি আইন লঙ্ঘন করেন তাহলে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে । সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে বাল্য বিবাহ যৌতুক,মাদক সেবন এবং শিশু নির্যাতন বন্ধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান  এবং তাদের স্ব স্ব অবস্থানে থেকে এই মহতী দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পূনঃ ব্যক্ত করেন ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2310032360757624858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item