চাষাবাদী জমি হ্রাস পাওয়ায় কৃষি শ্রমিকরা হচ্ছেন কর্মহীন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে চাষাবাদী জমি দিন দিন হ্রাসপাওয়ায় ক্ষুদ্রবর্গা প্রান্তিক কৃষকসহ কৃষিশ্রমিকরা  কর্মহীন হয়ে পড়ছে। জানাগেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। এ অঞ্চলের শতকরা ৮০ ভাগ কৃষক জমিতে আউশ আমন ধান পাট গম তামাক আখ ভুট্টা কপি সরিষা সহ নানা মৌসুমী শস্য চাষাবাদ করে পুরো বছর বউ ছেলে মেয়েদের নিয়ে সংসার সংগ্রাাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইদানিং কালে পাগলাপীর সহ অঞ্চলের ১০ ইউনিয়নে ভুমি দস্যু নামক শিল্পপতি কোটিপতিদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় চাষাবাদী জমি দিন দিন হ্রাস পাচ্ছে। গত দেড় যুগে পাগলাপীর অঞ্চলের ১০ ইউনিয়নের ৫০ ভাগ চাষাবাদী জমি ভুমিদস্যু শিল্পপতি কোটিপতিরা ক্রয়করে অধিক গ্রহন করছেন। বিশেষ করে অঞ্চলের প্রাণ কেন্দ্র পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়ক সহ জনগুরুত্ব পুর্ন ৫টি মহাসড়কের দু ধারের চাষাবাদী জমি ও পাগলাপীর বন্দর সংলগ্ন ৩টি ওয়ার্ডের বিভিন্ন আবাসিক পাড়া মহল্লার বসত ভিটার সিংহভাগ জমি ভুমি দস্যু নামক শিল্পপতি কোটিপতিরা দালাল খরিয়াদের মাধ্যমে পানির দামে ক্রয় করে অধিগ্রহন করেছেন। অধিগ্রহনকৃত চাষাবাদী জমির উপর সেখানে গড়ে তোলা হচ্ছে বিড়ি সিগারেট নার্সারী মুরগীর ফার্ম কোল্ড স্টোর সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্পকারখানা। ফলে চাষাবাদী জমি দিন দিন হ্রাস পাওয়ায় আজ পাগলাপীর অঞ্চলে কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় আজ অনেকে জীবন বাঁচার তাগিদে রিক্সা ভ্যান বাসের হেল্পার সহ নানান পেশায় জড়িয়ে পড়ছে।

পুরোনো সংবাদ

রংপুর 8825556281967813315

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item