যত্রতত্র ময়লা আবর্জনায় পাগলাপীরের সৌন্দর্য্য হারিয়ে যাচ্ছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের যেখানে সেখানে ময়লা আবর্জনা, ব্যবহৃত কাগজের ঠোঙ্গা পলিথিন ব্যাগ পানি জাতীয় বোতল পড়ে থাকায় এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং সৌন্দয্য হারিয়ে যেতে বসেছে পাগলাপীর বন্দরের। জানাগেছে সাম্প্রতিকালে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপুর্ণ ৫টি সড়কের দুধারে গড়ে উঠা ব্যাংক বীমা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শপিং কমপ্লেক্স সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনের রাস্তার মোড়ে ময়লা আবর্জনা ব্যবহৃত কাগজের ঠোঙ্গা পলিথিনের ব্যাগ পানি জাতীয় বোতল বিড়ি সিগারেটের ঠোঙ্গা যেখানে সেখানে ফেলানো হচ্ছে। এছাড়াও সকাল বেলা ঝাড়– দেওয়া ময়লা আবর্জনা সড়কের মাঝপথে ও যেখানে সেখানে স্তুপ করে রাখায়  পথচারী সহ যানবাহনের চলাচলের সময় চাকায় পিষ্ট হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশ এবং সৌন্দয্য হারিয়ে যেতে বসেছে পাগলাপীর বন্দরের। স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী মহল সহ সচেতন মহল জানান, পাগলাপীর বন্দরের নির্দিষ্ট কোন অভিভাবক না থাকায় এ পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে পাগলাপীরের ব্যবসায়ী মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1338976753533399761

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item