ডোমারে পল্লী সমাজ ও কাস্টার কমিটির উদ্যোগে গবাদী পশুর টিকা প্রদান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ব্র্যাক সামাজির মতায়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজ ও কাস্টার কমিটির উদ্যোগে গবাদী পশুর টিকাদান করা হয়েছে। ১৫মার্চ সোমবার সকালে উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সহযোগীতায় বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ হাট তেলী পাড়া ও বাগডোকরা পল্লী সমাজ ও কাস্টার কমিটির উদ্যোগে প্রায় ৫শতাধিক গবাদী প্রানীকে তরকা ও পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। এসময় ইউপি সদস্য হাচানুল হক, রাসেদুজ্জামান রাশেদ, পল্লী সমাজ ও কাস্টার কমিটির সভানেত্রী রোজিনা বেগম, সমাজ সেবক এনামুল হক, সবদের আলী, কালীপদ রায়, শিক হুমায়ুন আহম্মেদ, ব্র্যাক সামাজির মতায়ন কর্মসূচির প্রোগ্রাাম অর্গানাইজার (সিইপি) আব্দুল মাজেদ সরকার, ফিল্ড অর্গানাইজার আছাদুল ইসলাম আছাদ, ২২জেলা ক্ষুদ্র দুগ্ধ খামারী সেবাদান কর্মী সাংবাদিক আসাদুজ্জামান(হিলোল), ডোমার প্রানী সম্পদ অফিসের ভিএফএ সুজন রায় উপস্থিত ছিলেন। পল্লী সমাজের এ ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6751206448567415982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item