বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন দেশে পরিনত হয়েছে রংপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে- খাদ্যমন্ত্রী

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :


বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট  মোঃ কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন দেশে পরিনত হয়েছে। কৃষকদের এখন  আর সার,কীটনাশক, বীজ ও জমিতে সেচের জন্য গুলি খেতে হয়না। সেচ কাজের জন্য কৃষকরা নিঃবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। যার কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে।তিনি গতকাল সকালে রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের নবনির্মিত ভবনের উদ্ধোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি আরো বলেন,বিশ্বের নিকট বাংলাদেশ এখন চতুর্থ তম উৎপাদন কারীদেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমান বাংলাদেশ শ্রীলংকা সহ মালদ্বীপে চাল রপ্তানী করছে।বিগত ৫ বছরে দেশে খাদ্যশস্য ও খাদ্যপন্নের বাজার স্থিতিশীল ছিল। নিজেদের ঘাটতি পূরন করার পর দেশে ২০লক্ষ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।খাদ্য সংগ্রহের ক্ষেত্রে কেউ  নিুমানের চাল সংগ্রহ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।বর্তমান সরকার সময়পোযোগী খাদ্য মন্ত্রনালয় গড়তে চায়।বাংলাদেশের মানুষ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে হত্যার করার পর স্বপ্ন দেখা ভুলে গিয়ে ছিল। কিন্তু সেই জাতির জনকের কন্যা শেখ হাসিনা তার বাবার স্বপ্ননের দেশ গড়তে চায়। মন্ত্রী আরোও বলেন বিএনপি’র নেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের দালাল ও  আই এস এর এজেন্ট হিসাবে কাজ করছে। তারা ৭১ কে অস্বীকার করে। ৪৫ বছর পরেও দেশ কে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে।তারা জাতির জন্য কুলাঙ্গার তাদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। বিএনপি সরকার দেশের খাদ্য বিভাগকে ধ্বংস করেছে। দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।দেশে ৭১ এর ঘাতকদের বিচার করা হচ্ছে। দশ ট্রাক অস্ত্র মামলার বিচার হচ্ছে।ন্যায় বিচারের ফলে অপরাধীরা কেউ রেহাই পাবেনা। হাসিনার শাসন আমলে একজন দিনমজুর প্রতিদিন চার থেকে পাঁচশত টাকা আয় করেন পরিবার পরিজন নিয়ে বেচেঁ আছে।বাংলাদেশের প্রতিটি জেলায় স্টিল সাইলো গুদাম নির্মান করা হবে। খাদ্য অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, রংপুর খাদ্য বিভাগের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ আল মামুন,রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি শফিউর রহমান শফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। পরে খাদ্য মন্ত্রী রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত ভবনের  উদ্বোধন করেন ও দোয়া মোনাজাত করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1754753086003385770

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item