ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্দ্যোগে বসন্ত উৎসব

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

“মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাবে” এই শ্লোগানকে সামনে রেখে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ শুভ বসন্ত উৎসব পালন করেছে। ৬ফাল্গুন বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মঞ্চে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবিরিয়া মজনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইলিয়াছ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর এনায়েত হোসন নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাউলার সহধর্মীনী বাছেরা বেগম দিপা বক্তব্য রাখেন। পরে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সবশেষে শাহানা রহমান সুমি রচিত, বাসুদেব রায় বাসুর নির্দেশনায় ১৪তম প্রযোজনা নাটক “নিধুয়া” মঞ্চায়ন করা হয়। এতে অভিনয় করেন, বাসু, আরমিন, রবিউল, সোহেল, মিজান, শুভ, হৃদি, তৃষা, কৃষ্ণকলি, আকাশ। শিশু শিল্পী হিমি, সুচি, পার্থিব, পাস্থ, হাবিব, পিউ, প্রভা, বুশরা, মনি, পৃস্থি প্রমূখ।
বিশেষ করে শিশুদের অভিনয় দর্শকের মন কাড়ে। আবহ সংগীতে পরশ কুমার চন্দ। পরিষদের সাধারণ সম্পাদক আরমিন আক্তার জানান, যুব সমাজ আজ নেশার দিকে ঝুকছে, প্রতিষ্ঠাতা ও সভাপতির ইন্তেকালের পরথেকে এলাকায় সাংস্কৃতিক চর্চ্চায় নিরলস ভাবে কাজ করে আসছি। জনপ্রতিনিধি ও সরকারী ভাবে কোন সহযোগিতা পেলে সমাজ বদলে মাদক দ্রব্যের  অপব্যবহার সহ নানাবিদ বিষয়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভুমিকা রাখবে বলে তিনি আশা করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 870258443663042832

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item