কম খরচে লাভ বেশি হওয়ায় গম আবাদে ঝুঁকছে পার্বতীপুরের কৃষক

পার্বতীপুর প্রতিনিধি-

দিনাজপুরের পার্বতীপুর এবার গমের আবাদ বেড়েছে। গম চাষে খরচ কম ও লাভ বেশি হওয়ায় কৃষকরা গম চাষের দিকে ঝুঁকে পড়ছেন।

দিনাজপুরের পার্বতীপুরের কৃষকরা জানান, যদি বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে  গতবারের তুলনায় এবছর গমের  ফলন অনেক ভালো হবে।  আমন, ইরি-বোরো আবাদের মাঝখানে এই গম আবাদটি আমাদের বাড়তি ফসল, গম কাটার পর আমরা বোরো আবাদ করতে পারব। ইরি-বোরো ধানে যে পরিমান খরচ তার অর্ধেক খরচ করলে অধিক গম ফলন করা সম্ভব। একবার চারা রোপণের পর তিন থেকে চার বার ঘাস বেছে (সাফ) সার ও পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করতে হয়। তবে গম ভালো হলে ধানের চেয়ে এটি লাভাজনক বলে কৃষকরা জানান এবং তারা সার্বক্ষনিক উপজেলা কৃষি অফিসারদের সহযোগিতাও পেয়েছেন বলে জানান।

উপজেলা কৃষি অফিসার আবু ফাত্তাহ মো. রওশন কবীর জানান, পার্বতীপুর উপজেলায় এবছর গমের আবাদ হয়েছে ৫২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বারের তুলনায় অনেক বেশী জমিতে গমের আবাদ হয়েছে গতবার যেটি ছিল ১’শ ৯০ হেক্টর।  উপজেলায় ধান চাষের পাশাপাশি কৃষকরা গম চাষ করে থাকেন। গম চাষে ঝুঁকি কম থাকে। উপজেলা সদরে এবার গমের আবাদ বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সদরের অধিকাংশ জমি উঁচু। উঁচু জায়গায় বোরো আবাদের খরচ বেশি হয়। সেক্ষেত্রে কৃষকরা গম চাষ করে থাকেন। গম চাষে খরচ কম কিন্তু লাভ বেশি।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 8422862093263749126

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item