ডোমারে পিকনিকের আনন্দ হাসপাতালে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে পিকনিকের আনন্দ হাসপাতালে। পঞ্চগড় জেলার জগদল ও নন্দগঞ্জ থেকে ছেড়ে আসা মা জাহানারা পরিবহন নামক পিকনিকের মিনিবাসটি (ঢাকা মেট্রো-চ- ৯৭৬৯) ১৭ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় ডোমার দেবীগঞ্জ মহা সড়কের বড়রাউতা পাগলা বাজার নামক স্থানে আবুল কাশেমের পুকুরে উল্টে পড়ে যায়। এতেকরে নারী পুরুষ ও শিশু সহ প্রায় ৭০ জন যাত্রী আহত হয়। সংবাদ পেয়ে ডোমার থানার এসআই মিজানুর রহমান মিজান, মজনু মিয়া তাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান। ডোমার ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাব-ষ্টেশন অফিসার খোরশেদ আলমের নেতৃত্বে তাদের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ ও ডোমার হাসপাতাল ছাড়াও এলাকার বিভিন্ন কিনিকে ভর্তি করে। এদের মধ্যে ৬জনের অবস্থা  আশংঙ্কাজনক। হেলপার মহিদুল(২২) পিকনিকযাত্রী রুবেল(১৮) শরিফা(৩৫) শিশু মুন্নি(৬) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। পিকনিক যাত্রী আহত শফিকুল জানান, তারা নারী পুরুষ ও শিশু মিলে প্রায় ৭০/৮০জন আনন্দ ভ্রমনে দিনাজপুর জেলার ফুলবাড়ির স্বপ্নপুরি নামকস্থানে পিকনিক যাচ্ছিল। পথে ড্রাইভারের ঘুমের তন্দ্রা আসতে থাকে। তিনি গত রাতে ফরিদপুরের আটরশি ওরশ শরিফ থেকে রিজার্ভ যাত্রী নিয়ে আসে। ড্রাইভারের ঘুমনা হওয়ার কারনে এই দূর্ঘটনাটি ঘটেছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1239077542248566624

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item