বাইপাস সড়কের অভাবে যানজটে অস্থির ডোমারবাসী।

আনিছুর রহমান মানিক,ডোমার,নীলফামারী প্রতিনিধিঃ

যানজটে অস্থির হয়ে পড়েছে নীলফামারীর ডোমার উপজেলা। যানজটের কবলে পরে ভোগান্তিতে পরছে সাধারন মানুষ সহ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরাও। যানজট নিরসনে ডোমার থানা থেকে দুইজন পুলিশ এবং পৌরসভা থেকে একজনকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলেও তা নিরসন করা সম্ভব হচ্ছেনা। যানজটের কবলে পরে অসুস্থ্য রোগীকে নিয়ে এ্যাম্বুলেন্স এবং আগুন নেভানোর জন্য ফায়ার ষ্টেশনের গাড়ীকে ঘন্টার ঘন্টা দাড়িয়ে থাকতে দেখা যায়। যানজটের ফলে ব্যবসা বানিজ্যের অপুরনীয় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশিষ্ট ব্যবসায়ী রাধা বল্লব স্যানিটারির মিথুন রায় জানান, সকাল ৯টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে আড়াইটা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত ডোমার শহর যানজটে অস্থির হয়ে থাকে। আর যানজটের কারনে বাইরের মানুষজন শহরে না আসায় ব্যবসা বানিজ্যে ধ্বস নেমেছে। ব্যাবসায়ী সহিদুল জানান, প্রতিদিন পঞ্চগড় থেকে যে ভাবে ১০ চাকার গাড়ী শহরে ঢুকছে তার কারনেই যানজট বেড়ে গেছে। তিনি আরো বলেন, ১০ চাকার গাড়ী এই শহর দিয়ে যাওয়া নিষেধ থাকলেও গাড়ী ড্রাইভাররা নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিদিনেই গাড়ী নিয়ে শহরে প্রবেশ করছে ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে দেখাযায়, যানজটের কবলে পরে মুমুর্ষ রোগীকে ঘন্টার পর ঘন্টা গাড়ীতে থাকার ফলে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পরেন।
তবে ডোমারের অধিকাংশ মানুষ জানান, শহরের রেলঘুন্টিটি ভেঙ্গে সম্প্রসারন করা হলে যানজট অনেকাংশে কমে যাবে। তাছাড়া যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মানের জন্য জমি অধিগ্রহন করা হলেও অদৃশ্য শক্তির কারনে তা বন্ধ হয়ে গেছে। জাহিদুল ইসলাম রিপন নামে এক যুবক জানান, অবিলম্বে বাইপাস সড়কটি নির্মান করা জরুরী হয়ে পরেছে। বাইপাস সড়ক নির্মান হলে যানজট যেমন কমে যাবে তেমনি বাড়বে ব্যবসা বানিজ্যে প্রসার। বাইপাস সড়কটি নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ডোমারবাসী। যানজটের কবলে পরে কোমলাতি শিশুরা সময়মত স্কুলে যেতে না পারায় শিক্ষার ব্যাঘাত সৃষ্টিসহ সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিবাবকরা। তাই তারা যানজট নিরসনে পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5946939583368293109

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item