সরস্বতী পুজা উপলক্ষে বাউল বাড়ী ডোমার এর সংগীত পরিবেশ


আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শ্্রীশ্্রী সরস্বতী পুজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বাউল বাড়ী ডোমার শিল্পীদের সংগীত পরিবেশন। ডোমার সাহাপাড়া নিউ মিলন সংঘ আয়োজিত দূর্গা মন্ডবে শনিবার ভোররাত্রীতে তুলসি আরতী ও নগর পরিক্রমা, নগরঘাট স্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। দিনব্যাপি পুজা পাঠের মধ্য দিয়ে সন্ধ্যায় বিশিস্ট ব্যাবসায়ী বাবু সিতানাথ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় কল্যান কুমার সাহা, স্বপন কুমার সাহা, রতন কুমার সাহা, সমর কুমার সাহা, রিন্টু ভৌমিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে বাউল বাড়ী ডোমার এর শিল্পীদের অশং গ্রহনে লালন, দেহতাত্থিক, ভজন ও বাউল গান পরিবেশন করা হয়। শেষে ভাষা আন্দলনের সকল শহীদের আতœার শান্তি, দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দেশী সংস্কৃতিকে বক্ষে লালন করতে বাংলা নববর্ষ ১৪২০ সালে  ১লা বৈশাখ মাধব ভৌমিক ও সুমনের ঐকান্তিক প্রচেষ্ঠায় “বাউল বাড়ী ডোমার” নামে ৭জন সদস্য নিয়ে সংগঠনের শুভ সুচনা করে। হাটিহাটি পাপা করে দির্ঘদিন পরিশ্রম করে আজ সেখানে প্রায় ২০ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অংশ গ্রহন করে বাউল শিল্পী হিসাবে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। ব্যান্ড সংগীতকে দুরে ঠেলেদিয়ে দেশীয় সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় তাদের মূল উদ্দেশ্য বলে বাউল বাড়ী ডোমার সংগঠনের পরিচালক জানান। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8575005065164145403

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item