রাণীশংকৈল ডায়রিয়ায় প্রকোপ হাসপাতালে ১৪ দিনে আক্রান্ত ৪১ রুগী ভর্তি- নিহত-১

রাণীশংকৈল ঠাকুরগাঁও সংবাদদাতা :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে ১ ফের্রুয়ারী থেকে ১৪ ফের্রুয়ারী পর্যন্ত প্রকোপ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪১ জন রুগী ভর্তি হয়। ডায়রিয়ার ঔষুধ সংকট হওয়ায় ১৪ ফের্রুয়ারী একজন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঠান্ডার রেস কমলেও ডায়রিয়া কমেনি। উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪১ জন রুগী ভর্তি হয়। সন্ধারই গ্রামের জুলহাস’র ৭ মাসের শিশু কন্যা লামিয়া আক্তার জুই ডায়রিয়ায় আক্রান্ত হলে রাণীশংকৈল হাসপাতালে ১৩ ফের্রুয়ারী ভর্তি করা হয়। পরদিন ১৪ ফের্রুয়ারী সকালে রুগীর বেগতিক দেখে কর্তবরত ডাক্তার ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফাড করে। রুগীকে ঠাকুরগাঁও নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়।
আরএমও ডাঃ ফিরোজ জানান, ডায়রিয়া রোগের স্যালাইন সরবরাহ নেই। অনেকবার চাহিদা পত্র দেওয়া হয়েছে। হাসপাতালের নার্স ইনচার্জ শুরাইয়া বলেন, হাসপাতালে শুধু মাত্র খাওয়ার স্যালাইন, টিসি,মেট্রো টেবলেট ছাড়া আর কিছু নেই। এভাবে চলছে সরকারী হাসপাতালগুলো। হাসপাতালে ঔষুধ পত্র নাথাকায়  হাজারো গরিব দূখি রুগীকে টাকার অভাবে হাসপাতাল বারান্দায় পড়ে থাকতে হয়। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1547012081079124942

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item