পাগলাপীর ডালিয়া সড়কে বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ট- অটো সিএনজি পিকআপ ভ্যান চালকরা॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে উত্তরাঞ্চলের একমাত্র গুরুত্বপূর্ন, ব্যস্ততম, বানিজ্যিক ডালিয়া বুড়িমারী, পাগলাপীর মহা সড়কে নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজীতে সড়কে চলাচলরত অটো সিএসজি ভটভটি পিকআপ ভ্যান সহ নানা হালকা পরিবহনের মালিক চালকরা অতিষ্ট হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। জানাগেছে পাগলাপীর ডালিয়া বুড়িমারী মহাসড়কে জিরো পয়েন্ট পাগলাপীর বন্দর হতে জলঢাকা পর্যন্ত ৩০ কিলোমিটার জুরে মহাসড়কটির বিভিন্ন স্ট্যান্ডে এমনকি যত্রতত্র স্থানে এক শ্রেনীর নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের লোকজন ক্ষমতার দাপটে লাটি সোটা হাতে নিয়ে রশিদ দিয়ে কিংবা রসিদ ছাড়াই শ্রমিক কল্যানে ও সড়কে ডাকাতি প্রতিরোধের নাম করে চলাচল রত অটো সিএনজি ভটভটি সহ নানা হালকা পাতলা পরিবহনের কাছ থেকে প্রত্যহ দিবা রাত্রী চলছে চেন চুঙ্গি আদায়ের নাম বেপরয়া চাঁদবাজি। এই সহ নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের গ্যারা কলে পড়ে অটো সিএনজি ভটভটি পিকআপ ভ্যান সহ নানা হালকা পাতলা পরিবহনের মালিক চালক রা হয়রানী সহ  নির্যাতন হচ্ছেন অহরহ। সরে জমিনে পাগলাপীরের মাছুম, সুজন, দীলিপ সহ কয়েকজন অটো সিএনজি ভটভটি পিকআপ ভ্যানের মালিক চালক খুব দু:খ প্রকাশ করে বলেন- নিজেদের ভাগ্য পরিবর্তনে ও সমাজে আর ১০জনের মতো সুন্দর জীবনে বেচে থাকার তাগিদে সহায় সম্বল বিক্রি ও দেনা দফা করে অটো সিএনজি কিনে সড়কে চালাচ্ছি। অথচ সড়কে যেখানে সেখানে চলছে এক শ্রেনীর নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের চেন চুঙ্গি আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি ও আমাদের উপর জুলুম নির্যাতন। চুঙ্গির টাকা দিলে ভালো  নইলে চর থাপ্পর মারপিট খেতে হচ্ছে, অথবা গাড়ীর চাবি কেড়ে নিয়ে নানা হয়রানির স্বীকার করা হচ্ছে মাত্র ১০/২০ টাকার জন্য।  গাড়ীতে যাত্রী থাকুক আর না থাকুক নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের লাঠিয়াল বাহিনীদের হাতে টাকা দিতে হচ্ছে। যেন মগের মুল্লুক চলছে। দেশে আইনের শ্বাসন থাকলেও আমাদের মতো নিরীহ অটো সিএনজি ভটভটি পিকআপ ভ্যান মালিক চালকের জন্য সে আইন আজ নীরবে কাঁদছে। এ ব্যাপারে পাগলাপীর সহ ডালিয়া বুড়িমারী পাগলাপীর মহাসড়কে চলাচল রত অটো সিএনজি পিকআপ ভ্যান ভটভটি মালিক চালকরা নাম সর্বস্বহীন শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজী ও নির্যাতনের কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, ডি, আই,জি ও রংপুর নীলফামারী দুই জেলার প্রশাসক পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছে।

পুরোনো সংবাদ

রংপুর 271994689759362316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item