আজ ডিমলা পাক হানাদার মুক্ত দিবস

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আজ ১১ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে দীঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘষের পর ডিমলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় তবে এই যুদ্ধে শহীদ হন খগাখড়িবাডী ইউনিয়নের সামসুল হুদার পুত্র মুক্তিযোদ্ধা সামছুল কিবরিয়া (মুক্তা), খগাখড়িবাডী ইউনিয়নের দোহল পাড়া গ্রামের সতীশ কমল সিংহ রায়ের পুত্র মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র রায়, রংপুর কাউনিয়ার মুক্তিযোদ্ধা সামছুল আলম, কুড়িগ্রাম নাগেশ্বরির মুক্তিযোদ্ধা আরশাদ আলী, পঞ্চগড় সাকোয়ার মুক্তিযোদ্ধা মহম্মদ আলী ও সপন কুমার বকসি, লালমনিরহাটের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও আঃ গনি, নোয়াখালীর মুক্তিযোদ্ধা লোকমান পাটয়ারী, ডিমলা ছোটখাতা গ্রামের মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, আরান আলী, আঃ কুদ্দুস, সহ আর ও অনেকে। এর পর পালাক্রমে ডিমলা থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ছডিয়ে পড়ে নীলফামারী জেলা জুড়ে। দিবস টি পালন উপলক্ষে ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন গুলো প্রতিবারের ন্যায় এবার ও নানা করমসুচী হাতে নিয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4190728995898383471

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item