দেবীগঞ্জে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদন্ড

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ   

দেবীগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে একজন শিক্ষককে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দন্ড দেন।
দন্ড পাওয়া ব্যাক্তির নাম অজিত কুমার রায়। তিনি উপজেলার খোঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।তার বাড়ি জৈাতশুকুর গ্রাম পামুলী ইউনিয়ন দেবীগঞ্জ উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, কালিগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে রবিবার জেএসসি বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালে ওই শিক্ষক প্রশ্নের উত্তর লিখে তাহার স্কুলের ছাত্রীদের দিলে অন্যে স্কুলের ছাত্রী কেন্দ্র সচিবকে অভিযোগ দিলে কেন্দ্রসচিব রাশেদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন নকলসহ তাঁকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নকল সরবরাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় অজিত কুমার রায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবুল আক্তার বলেন, রবিবার সন্ধায় ওই শিক্ষককে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়েছে।     

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2180306098861762562

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item