শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই মৌসুম

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
রংপুরের পাগলাপীরে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই মৌসুম। ফলে ধান কাটা মাড়াই শুরু হওয়ায় জামাই আদরের ন্যায় কদর বেড়ে চলেছে অঞ্চলের কৃষি শ্রমিক কামলা কৃষানাণের। ইতোমধ্যে অঞ্চলের ুদ্র বর্গাসহ প্রান্তিক কৃষকরা বাড়িসংলগ্ন উচু ভিটে মাটি জমিতে রোপনকৃত আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শেষে ফসল ঘরে তুললেও এখন অঞ্চল জুড়ে চলছে ধান কাটা মাড়াই মৌসুম। জানা গেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। চলতি মৌসুমে এ অঞ্চলের ুদ্র বর্গাসহ প্রান্তিক কৃষকরা নানা প্রতিকূলতা মোকাবেলা করে জমিতে আমন ধান রোপন করে বাম্পার ফলন ফলালেও ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। তবে খোজ নিয়ে জানা যায়, পাগলাপীরসহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে নতুন ধান উঠলেও দানের মন চলছে সাড়ে ৩শ টাকা।

পুরোনো সংবাদ

রংপুর 8393625588456813264

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item