চিলাহাটিতে খাদ্য অধিকার আইন প্রনয়নের দাবীতে বিভিন্ন কর্মসুচী পালন ।

এ.আই পলাশ ঃ
চিলাহাটি, ডোমার- নীলফামারী - নিরাপদ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি ) বাংলাদেশ এবং একশন এইড বাংলাদেশ ও তার সহযোগি পার্টনার সমুহ সারা দেশ ব্যাপি খাদ্য অধিকার আইন বাস্তবয়নের জন্য সপ্তাহ ব্যাপি (১১ থেকে ১৭ অক্টোবর) বিভিন্ন কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)ও লোককেন্দ্র ফোরাম - ১১অক্টোর/১৫ দিনব্যাপি কর্মসুচী গ্রহন করে কর্মসুচীর মধ্যে ছিল- পদযাত্রা, মানববন্ধন, ধারণাপত্র উপস্থাপন এবং মতামত গ্রহণ এবং মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান । ইউএসএস আফিস থেকে শুরু হয়ে চিলাহাটি বাজার হয়ে কেতকিবাড়ী (মকবুলের ডাংগা) পর্যন্ত  পদযাত্রা শেষ হয় । পদযাত্রায় বিভিন্ন রংয়ের ব্যানার ও ফেষ্টুনসহ ১৫০০জন নারী পুরুষ পদযাত্রায় অংশগ্রহন করে এবং বাস্তায় চলাচলকারী জনসাধারনের মাঝে লিফলেট বিতরন করে ।পদযাত্রা শেষে ১.৩০- থেকে ২.০০ পর্যন্ত কেতকিবাড়ী চৌরাস্তায় মানববন্ধন করে এবং মানব বন্ধনে এলাকার আশে পাশ থেকে শত শত মানুষ অংশগ্রহন করে। মানব বন্ধন শেষে লোককেন্দ্র ফোরাম  আলোচনা সভার আয়োজন করে এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আফতাব উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য, নীলফামারী-১ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা চেয়ারম্যান, ডোমার, জনাব আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, উদয়াঙ্কুুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানগণ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং সকলের উপস্থিতিতে খাদ্য অধিকার আইন- বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করে একটিভিষ্টা সদস্য জনাব মোঃ মোকাদ্দেশ হোসেন লিটু, ধারনা পত্রের উপর আলোচনা করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব সরোয়ার মানিক ,জনাব আলাউদ্দিন আলী নির্বাহী পরিচালক ইউএসএস,জনাব শায়লা বেগম সহায়ক- প্রত্যাশা লোককেন্দ্র -ভোগডাবুড়ী। আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য জনাব আফতাব উদ্দিন সরকার,এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেন যে , এটি একটি ভাল উদ্যোগ সংসদ সদস্য হিসেবে আমাদের দায়িত্বহলো জনকল্যাণে নতুন নতুন আইন তৈরী করা এবং পুরাতন আইনের সংস্কার করা । আমাদের এই প্রত্যান্ত  অঞ্চলের উদ্যোগ থেকে যদি বড় কিছু হয় তাহলে আমরা মনে করব যে আমাদের দায়িত্ব পালন করা স্বার্থক  এই  আলোচনা সভা স্বার্থকতায পরিনত হবে । বিশেষ অতিথি এবং সন্মানিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে উক্তদাবীর সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন এবং লোককেন্দ্র ফোরামের এই উদ্যোগ অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন । 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5348582565972287156

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item