চিলাহাটিতে লোককেন্দ্র কনভেনশন অনুষ্ঠিত

এ.আই পলাশ ঃ
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় লোককেন্দ্র ফোরাম এর আয়োজনে,নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের মকবুলের ডাঙ্গা ফুটবল মাঠে ১১ অক্টোবর ২০১৫ তারিখে বিকাল ৩.০০টায় লোককেন্দ্র কনভেনশন -২০১৫ অনুষ্ঠিত হয়।উক্ত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফতাব উদ্দিন সরকার বীর মুক্তিযোদ্ধা,মাননীয় সংসদ সদস্য, নীলফামারী-১,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা চেয়ারম্যান, ডোমার, জনাব আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, উদয়াঙ্কুুর সেবা সংস্থা(ইউএসএস),ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান,সমাজসেবক,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।কনভেনশনে সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির মঞ্জু, সমাজ সেবক, চিলাহাটি এবং প্রায় ২০০০ নারী পুরুষ এই কনভেনশনে অংশগ্রহন করেন।কনভেনশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লোককেন্দ্র ফোরাম এর সভানেত্রী মোছাঃ শেফালী বেগম এবং এরপর সার্কেল ও লোককেন্দ্রর সদস্যগন তাদের কাজের অভিজ্ঞতা ,চ্যোলেঞ্জ ,দাবি ও সুপারিশ  উল্লেখ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন । লোককেন্দ্র সদস্যদের বক্তব্য শেষে দরিদ্র পরিবারের ভূমি অবৈধ দখল উদ্ধারে আমাদের করনীয় শীর্ষক ও খাদ্য অধিকার আইন প্রনয়ন-শীর্ষক ২টি আলোচনাপত্র উপস্থাপন করা হয় অলোচনাপত্র উপস্থাপন,মোঃ মোকাদ্দেশ হোসেন লিটু, সদস্য একটিভিষ্টা চিলাহাটি ও জনাবা বাবলী রানী রায় সাধারন সম্পাদক আলো উন্নয়ন লোককেন্দ্র আলোচনা পত্রের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জনাব আজাদুল হক প্রামানিক, আহবায়ক সামাজিক নিরীক্ষা দল চিলাহাটি ,জনাব আবুল কাশেম , জনাব মিজানুর রহমান, সদস্য ভুমি অধিকার বাস্তবায়ন কমিটি গোমনাতী । মুক্ত অলোচনায়  সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব আলাউদ্দিন আলী -নির্বাহী পরিচালক, ইউএসএস- নীলফামারী। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন যে,আজকের এই আয়োজন দরিদ্র মানুয়ের যে উদ্যোগ তা প্রসংসার দাবী রাখে এবং ইউএসএস দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকারও দারিদ্র বিমোচনের কাজ করছে এবং  সরকারের রয়েছে ব্যাপক সাফল্য এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্টান একসাথে কাজ করলে ২০২১ সালে আমাদের দেশ একটি মধ্য আয়ের দেশে পরিনত হবে। বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে লোককেন্দ্র দারিদ্র বিমোচনে যে, অবদান রাখছে তা তুলে ধরেন এবং তাদের এই জাতীয় কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন তারা আরো জানান যে, ইউএসএস শুধু ৪টি ইউনিয়নে কাজ করে  অতিথিগন ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে কাজ সম্প্রসারণ করার জন্য নির্বাহী পরিচালককে আবারো অনুরোধ করেন । লোককেন্দ্রের সাফল্য নিয়ে আমাদের পরিবর্তনের গল্প বইটি মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি  । ২০১৫ সালের  কাজের মুল্যায়নে ভিত্তিতে ৪টি শ্রেষ্ঠ সংগঠনকে ক্রেষ্ট প্রদান করা হয় । ক্রেষ্টপ্রাপ্ত সংগঠন হলো -নারীমুক্তি লোককেন্দ্র- কেতকিবাড়ী, একটিভিষ্টা দল- চিলাহাটিকে দুর্নিতী প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলায় ভুমিকা পালন, প্রতিভা লোককেন্দ্র বামুনিয়াকে কমিউনিটি কিনিক স্থাপন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারী সেবায় প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখার  জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন অধিকার সংগঠন ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1955200992716450144

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item