ডোমার উপজেলার ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও চিলাহাটি এলাকায় দাদন ব্যবসায়ীদের কাছে লক্ষাধিক পরিবার জিম্মি

এ.আই. পলাশ চিলাহাটি, নীলফামারী, প্রতিনিধিঃ
প্রায় এক যুগ ধরে ডোমার উপজেলার ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ইউনিয়ন সহ ও চিলাহাটি বেশ কিছু পরিবারের সদস্যরা সুদের ব্যবসা করে কোটি কোটি টাকার পাহাড় গড়ার পর বর্তমানে নামে বে নামে পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন এলাকায় জমি কিনে বিলাশবহুল বাড়ি নির্মান করে দাদন ব্যবসার পাশাপাশি বর্তমানে ভুয়া এনজিও খুলে গ্রামের সহজ সরল নিরহ পরিবার গুলোকে জিম্মি করে রেখেছে। অপরদিকে এই দাদন ব্যবসার খপ্পরে পরে ডোমার উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও  হত দরিদ্র পরিবারের সংখ্যা প্রায় লক্ষধিক। আজ এই পরিবারগুলো দাদন ব্যসায়ীদের জালে পড়ে বন্দী জীবন যাপন করছে। দেশ স্বাধীনের পর থেকেই এই দাদন ব্যবসা শুরু করে এই ব্যাক্তিগুলো।  আজ সেই পরিবারের সদস্যরা এই দাদন ব্যবসার মাধ্যমে সরকারের রাজস্ব ফাকি দিয়ে কোটি কোটি টাকার পাহাড় তৈরী করেছে। বিশেষ করে ডোমার উপজেলায় বেশ কয়েকটি বানিজ্যিক ব্যাংক রয়েছে। সেই ব্যাংকের ক্যাশিয়ারদের সাথে এই দাদন ব্যবসায়ীরে যোগাযোগ রয়েছে। প্রতিমাসে শিক্ষকের বেতনের পূর্বেই এই দাদন ব্যবসায়ীরা শিক্ষকদের স্বাক্ষরিত চেকগুলো ব্যাংক ক্যাশিয়ারের হাতে তুলে দেন। চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে ব্যাংক ক্যাশিয়ার তার কমিশন কেটে নিয়ে দাদান ব্যবসায়ীদের হাতে টাকা  তুলে দেন। ইতি পূর্বে এই দাদন ব্যবসায়ীরে খপ্পরে পরে অনেক পরিবার আজ পথে বসেছে। টাকা লেন দেনের ব্যাপারে তারা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকেন। ৫০ হাজার থেকে শুরু করে ২০- ২৫ লক্ষ টাকাও প্রদান করে থাকেন। অপরদিকে গ্রামের নিরহ পরিবার গুলোকে সাবলম্বী করার স্বপ্ন দেখিয়ে ৫হাজার টাকা থেকে ১০-২০হাজার টাকা দিয়ে প্রতিদিন সুদসহ টাকা উত্তোলন করছেন। এলাকার সচেতন মানুষের প্রশ্ন সরকারী আইনকে অমান্য করে কোনপ্রকার কাগজপত্র ছাড়াই কোটি কোটি টাকার দাদন ব্যবসাসহ ভুয়া এনজিও’র নামে এলাকার সাধারণ মানুষদের প্রতারিত করে চলছে এই ব্যক্তিগুলো। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে তদন্তে এলে হয়তো দাদন ব্যবসায়ীর আরো কিছু নতুন তথ্য বেরিয়ে আসতে পারে ।



পুরোনো সংবাদ

নীলফামারী 883513244568378039

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item