ডোমারের চিলাহাটি, ভোগডাবুড়ী, কেতকীবাড়ীতে পিডিবির শতশত বিদ্যুৎ সংযোগ বিপদজনক খোলা তার ও বাঁশের খুঁটি দিয়ে

এ.আই পলাশ, চিলাহাটি, নীলফামারী, প্রতিনিধি ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নসহ চিলাহাটি বিভিন্ন এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি’র  ডোমার অফিস কর্তৃক দুরনীতি পরায়ণ ব্যাক্তিদের সহযোগীতায় বাঁশের খুঁটির উপর বিপদজনক অবস্থায় মাইলের পর মাইল কভার বিহীন খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিভিন্ন এলাকায় মরণ ফাঁদ তৈরী করে রেখেছে। এব্যাপারে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই বিপদজনক মাইলের পর মাইল খোলা তারের সংযোগের কথাগুলো উত্থাপন করলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। অথচ বছরের পর বছর এই খোলা তারের সংযোগুলো রাতের আধারে মাটিতে পড়ে গিয়ে সবসময় সাধারণ পথচারী ও মানুষরা বিপদের সম্মুখীন হচ্ছে।
জানা গেছে, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নসহ চিলাহাটির বিভিন্ন এলাকায় এই অবৈধ খোলা তার দিয়ে মাইলের পর মাইল পিডিবি’র দুনীতি পরায়ন ব্যাক্তিরা প্রতিদিনেই এই বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছে। অপরদিকে ভোগডাবুড়ী ইউনিয়নের থানা বাজার থেকে চৌকিদারের মোড়, প্রামানিকপাড়া, ডাঙ্গাপাড়া, মিলন বাজার হয়ে খানকা শরীফ থেকে প্রায় ৭-৮ কিলোমিটার একই কায়দায় খোলা তার দিয়ে বাঁশের খুঁটির উপর বিপদজনক অবস্থায় এই সংযোগগুলো দীর্ঘ দিন যাবত,খোলা তারে বাঁশের খুটিতে । এব্যাপারে বহুবার বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি। তবে উক্ত বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলেই ডোমার পিডিবির দুর্নীতির মাধমে অবৈধ খোলা তারের বাশের খুঁটির উপর মাইলের পর মাইল সংযোগগুলোর থলের বিড়াল বেড়িয়ে আসবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1382437235572610647

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item