ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত ২।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে!! মারপিট, মা ও মেয়ে আহত। ঘটনাটি ঘটেছে  উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মোড় এলাকায়। সরেজমিনে যানাযায়, কলেজ পাড়া এলাকার আব্দুস ছাত্তারের একমাত্র শিশু সন্তান রুপালী বেগম কে রেখে তার বাবা মৃত্যু বরণ করে। রুপালীর মামা মকছেদ আলী তাকে লালন পালন করে বামুনিয়া এলাকার মজিবর রহমানের সাথে বিবাহ দেয়। মিরজাগঞ্জ কলেজের পার্শ্বে রুপালীর বাবার রেখে যাওয়া ৮শতক জমি রুপালীর চাচা  আতিয়ার ও মতিয়ার গোপনে তা মোবারকের কাছে বিক্রি করে। সেই  জমির কাগজ পত্র নিয়ে তাদের সাথে বারবার বসার চেষ্টা করে ব্যাথ হয়। এবং তারা তার কথা কর্ণপাত না করে জমিটি জবর দখল করে আসছে। ২৮অক্টোবর বুধবার দুপুরে উক্ত জমির দাবী নিয়ে সেখানে গেলে মোবারকের পরিবারের লোকজন রুপালী বেগম ও তার কন্যা লিমা আক্তার কে বেধর মারপিট করে। একপর্য়ায়ে মা ও মেয়েকে তারা পার্শ্বের গোডাউন ঘরে তালা বন্ধ করে রাখে। এবং দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রুপালীর স্বামী মজিবর কে ধাওয়া করে। মজিবর শেষে পালিয় রক্ষা পায়। ডোমার থানার এএসআই আব্দুর রউফ মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে পুলিশ তাদের গোডাউন ঘর থেকে উদ্ধার করে। দুজনের অবস্থা বেগতিক দেখে মা ও মেয়েকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্ত্তি করে। বিষয়টি আশু সমাধানের জোর দাবী জানান রুপালীর পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 9080122943486061274

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item