ডোমারে শিশু বিবাহ রোধকল্পে কিশোর কিশোরীদের কর্মশালা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আমাদের স্বপ্ন কিশোর কিশোরী কাবের উদ্যোগে শিশু বিবাহ রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮সেপ্টেম্বর শুক্রবার সকালে  উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা নিমোজখানা এলাকার বাবুপাড়া গ্রামে হরলাল রায় আনন্দ লোক বিদ্যালয়ের হল রুমে এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কাবের সভাপতি স্বদেশ রায়ের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন জোতিশ অধিকারী লাইফ ইস্কিন বেষ্ঠ এডুকেশন ট্রেইনার ইউনিসেফ বোড়াগাড়ী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন সাংবাদিক আনিছুর রহমান মানিক, ভরত চন্দ্র রায়। কিশোর কিশোরীদের মাঝে বক্তব্য রাখেন, মৌসুমি, পূর্ণিরানী, জয়হরি, নূর খোকন প্রমূখ। উল্ল্যেখ্য দির্ঘদিন ধরে আমাদের স্বপ্ন কিশোর কিশোরী কাবটি ১৩জন কিশোর ও ২৪জন কিশোরী মোট ৩৭জন সদস্য মিলে এলাকার ঝড়ে পড়া শিশুদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি, কিশোর কিশোরীদের জীবনের মান উন্নয়ন, অপসাংস্কৃতি, কুপ্রথা, বাল্য বিাবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা, মাদক দ্রব্যের  অপব্যবহার সহ নানাবিদ বিষয়ে প্রতি মাসের শেষ শুক্রবার এই কর্মশালার আয়োজন করে থাকে। এছাড়াও নিজ উদ্দ্যোগে কাবের সদস্যদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় এসব বিষয়ে মানুষকে বুঝিয়ে  শিশু বিবাহ বন্ধে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এধরনের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে বক্তাগণ জানান। এতে সকলের সহযোগিতা কামনা করেন কাব কর্তৃপক্ষ।       

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5910676923667944795

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item