ডোমারের ধঞ্জনপুরে বিশ্বকর্মা পুজা উদযাপন

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ধঞ্জনপুর বাজারে বিশ্বকর্মা পুজা উদ্যাপন করেছে এলাকাবাসী।  ১৮সেপ্টেম্বর সকালে উপজেলার জোড়াগাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে বিশ্বকর্মা পুজার শুভ উদ্বোধন করা হয়। সন্ধ্যায় এক আলোচনা সভায় মিলিত হয়। পুজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু হরিহর সিংহের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহিরুল ইসলাম, আব্দুস সুবাহান। অন্যান্যর্দে মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আনোয়ার হেসেন, রহমত আলী, ছপিয়ার রহমান, অনুকুল রায় প্রমূখ।  উক্ত মন্দির প্রাঙ্গনে হাজারো ভক্তবৃন্দের ঢল নামে, যেনো হিন্দু সম্প্রদায়ের  মিলন মেলায় পরিনত  হয়েছে। এদের মাঝে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরু হয় আরাধনা ও পুজা। ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নতি কল্পে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরিচালনা কমিটির সভাপতি  জানান, দির্ঘদিন যাবত এখানে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্মসভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি, শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধির পাশাপাশী সরকারী ভাবে, কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে মত প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2194634760192314843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item