ডিমলায় যাত্রীবাহী বাস খাদে,আহত-২০,আশংকা জনক-১

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ

 বৃহস্পতিবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডিমলা-জলঢাকা সড়কে বুড়ি তিস্তা নদীর ছোটপুল নামক স্থানে একটি যাত্রীবাহি বাস খাদে উল্টে যায়। এতে কমপে ২০ যাত্রী আহত  হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়  ডিমলা থেকে সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে ৩০ জন যাত্রী নিয়ে আরএন বাসটি( নম্বর চট্রগ্রাম-চ ১২২) রংপুর যাচ্ছিল। বুড়িতিস্তা ব্যারাজটি অতিক্রম করার পর সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে বাসটি ছোটপুল নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারে বুড়িতিস্তা ক্যানেলের ৩০ ফিট নিচের খাদে উল্টে পড়ে। এতে বাসে  যাত্রীরা কমবেশী সকলে আহত হয়। এ ঘটনার পর বাসের চালক হেলপার পালিয়ে গেছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ডিমলা উপজেলা হাসপাতালে নেয়। এদের মধ্যে ১০জন কে ভর্তি এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। মারাত্বক আহত মহিন নামে ১৮ দিনের একটি শিশুকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ডিমলা থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 9221901755018072998

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item