ডোমারে মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণের সমাপনি দিবসে মেশিন বিতরণ।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে আরডিআরএস বাংলাদেশ আয়োজিত। স্যোশাল পারফরমেন্স ম্যানেজমেন্ট (এসপিএম) প্রকল্পের আওতায় দলীয় সদস্যদের দক্ষতা বৃদ্ধি মূলক মাস ব্যাপি সেলাই প্রশিনের সমাপনি দিবসে, সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ডোমার আরডিএরএস এরিয়া অফিস ট্রেনিং সেন্টারে ক্ষুদ্র ঋণ প্রকল্পের শাখা ব্যাবস্থাপক বাবু নিতাই চন্দ্র কর্মকারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএ হান্নান। বিশেষ অতিথি এরিয়া ম্যানেজার হারুন-অর রশিদ, আরডিআরএস এর সিনিয়র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম। আইজিএ ইম্পিমেন্টেশন অফিসার মশিউর রহমান, এমআইএস অফিসার হিরালাল বিশ্বাস, জেন্ডার এডুকেশন অফিসার মোছাঃ সফুরা খাতুন, ুদ্র্র ঋণ প্রকল্পের এমআইএম অফিসার বাবু সন্তোষ কুমার, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠদান করেন লুনা খাতুন। চার্চ অব সুইডেন (সিওএস) এর অর্থায়নে উক্ত কর্মসূচির আওতাভূক্ত বিভিন্ন দলের ১৫জন সদস্য উপস্থিত থেকে এই প্রশিক্ষণ প্রহন করেন। আলোচনা শেষে সকল প্রশিক্ষনার্থীদের বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। এরিয়া ম্যানেজার হারুন-অর রশিদ জানান, গ্রামের নির্যাতিত ও অবহেলিত নারীদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6714322970027604927

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item