বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

হাজী মারুফ, রংপুর ব্যুরো
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর পার্কের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী রাজ ও যুগ্ম সম্পাদক তিতাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাদী গ্রুপ ও শিশির গ্রুপের মধ্যে সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছিল। পরে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় সংঘর্ষ লাগে। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে দেখা যায়।
সংঘর্ষে হাদী গ্রুপের মোহাম্মদ আলী রাজ, তিতাস চন্দ্র এবং শিশির গ্রুপের শামীম ও আদনানসহ ৬ জন আহত হন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7932041414912985436

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item