সময়ের দাবী চিলাহাটি আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্ট

এ.আই পলাশ, ঃ  উত্তরাঞ্চলের রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ও নীলফামারী জেলার কয়েক লক্ষ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি হতে ভারতের হলদি বাড়ী পর্যন্ত আর্ন্তজাতিক রেলপথ পূর্ণস্থাপন এবং চিলাহাটি আর্ন্তজাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পূণরায় চালুর অপরিহার্য হয়ে পেড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৫৬ সালে পাক ভারত যুদ্ধের পূর্ব পর্যন্ত ভারতের কলকাতা, দর্শনা ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল করত।
এই ট্রেনটি চিলাহাটি হয়ে ভারতের জলপাইগুড়ী জেলার হলদিবাড়ী পর্যন্ত চালু ছিল। তাছাড়া এই পথে উভয় দেশের লোকজন পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারত বাংলাদেশ যাতায়াত করত। ১৯৫৬ সালের পর সীমান্তবর্তী এই অঞ্চলের রেলপথ তুলে ফেলা হয়। বর্তমানে সীমান্তের জিরো (০) পয়েন্ট পযর্ন্ত দুই দেশেরই রেলপথ সড়ক পথ রয়েছে। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে তা বন্ধ রয়েছে। শুধু চিলাহাটি চেকপোস্ট চালু থাকার সময় প্রতিদিন এই পথে ভারত ও বাংলাদেশসহ বিদেশের শতশত যাত্রী বৈধভাবে দুই দেশে যাওয়া আসা করত। এর মুল কারণ ছিল, চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী গেলেই খুব সহজেই জলপাইগুড়ী, কুচবিহার, দারজিলিং, নেপাল, ভুটান যাওয়া যায়। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের এক তরফা সিন্ধান্তে ২০০২ ইং সালের ২৮ শে জুন চিলাহাটি চেকপোস্টটি বন্ধ করে দিয়ে তাদের কার্যক্রম গুটিয়ে ফেলা হয়। অপর সূত্রে জানা গেছে। চিলাহাটি ও ভারতে হলদিবাড়ীর মধ্যে ১১.৩৪ কিলোমিটার রেলপথ পুণঃস্থাপনের প্রস্তাবও পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সীমানায় ৮.১০ কিলোমিটার এই রেল পথ পুণঃ স্থাপিত হলে শুধু যাত্রীদেরই দুর্ভোগ লাঘব হবে না বরং এই পথে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ীরা কম খরচে ও কম সময়ে মালামাল আমদানী ও রপ্তানী করতে পারবে ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ প্রচুর মুনাফা লাভ করবে। ইতি মধ্যে বর্তমান সরকার চিলাহাটি থেকে পার্বর্তীপুর পর্যন্ত রেল লাইন সংস্কার সহ রেল স্টেশনগুলোকে আধুনিক রেলস্টেশনে পরিনত করেছে। সেই লক্ষ্যে প্রায় তিন বছর পূর্বে নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটির ভারতীয় সীমান্ত ঘেসা ডাঙ্গাপাড়া এলাকায় স্থলবন্দর বাস্তয়নের লক্ষ্যে প্রায় ১১ একর জমি ক্রোক করে। অথচ দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও অদ্যবধী রংপুর বিভাগের দীর্ঘদিনের দাবী পূরণ না হওয়ায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীগণ সেই দাবী পূরণের লক্ষ্যে আবারো আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। এব্যাপারে এলাকার বেশকিছু রাজনৈতিক ব্যাক্তি ও সুশীল সমাজের ব্যাক্তিরা বলেন আন্দোলন ছাড়া দাবী আদায় সম্ভব নয়। তাই আন্দোলন করেই এ দাবী আদায় করতে হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3549727337218900356

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item